
প্রকাশিত: Sat, Dec 16, 2023 9:04 PM আপডেট: Thu, May 15, 2025 6:31 PM
হিলি স্থলবন্দর দিয়ে আলু রপ্তানি বন্ধ করল ভারত
হিলি (দিনাজপুর): [২] পেঁয়াজের পর এবার ভারত থেকে বন্ধ হয়ে গেল আলু আমদানি। অনুমতিপত্রের (আইপি) মেয়াদ শেষ হয়ে যাওয়ায় আলু পাঠানো বন্ধ করে দিয়েছে প্রতিবেশী দেশটি। এ অবস্থায় দেশের বাজারে আবারও আলুর মূল্য বৃদ্ধির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। দাম নিয়ন্ত্রণে রাখতে আরো ১৫ দিন আলু আমদানি চালু রাখার দাবি জানিয়েছেন তাঁরা।
[৩] বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার পর থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আলু আমদানি বন্ধ হয়ে গেছে। নিয়ম অনুযায়ী শুক্রবার আমদানিপত্রের মেয়াদ শেষ হওয়ার কথা। কিন্ত সাপ্তাহিক বন্ধের কারণে বৃহস্পতিবার সন্ধ্যায় আমদানি বন্ধ করে দেওয়া হয়েছে। আর শেষ দিনে এই বন্দর দিয়ে রেকর্ড পরিমান ১৯৭ ভারতীয় ট্রাকে ৫ হাজার ২০৬ মেট্রিক টন আলু আমদানি হয়েছে।
[৪] বন্দর সংশ্লিষ্টরা জানায়,সরকারের দেওয়া নির্দেশনা অনুযায়ী ১৫ ডিসেম্বর শুক্রবার পর্যন্ত আলু আমদানি করা অনুমতি ছিল।
[৫] কিন্ত ১৫ ডিসেম্বর আজ শুক্রবার সাপ্তাহিক ছুটি হওয়ায় একদিন আগে বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার পর থেকে আলু আমদানি বন্ধ হয়ে গেছে। সরকারের পক্ষ থেকে আইপির মেয়াদ বাড়ানো না হলে পেঁয়াজের মতো আলুর বাজার অস্থির হয়ে পড়বে। তারা বলছেন, দেশে উৎপাদন নতুন আলু এখনো বাজারে পর্যাপ্ত সরবরাহ নেই। পর্যাপ্ত সরবরাহ হতে আরো অন্তত ১৫ দিন সময় লাগবে। সেই দিন বিবেচনা আমদানির অনুমতি মেয়াদ আরো ১৫ দিন বাড়ানো হলে বাজার নিয়ন্ত্রণে থাকবে।
[৬] হিলি স্থলবন্দরের আমদানি শহিদুল ইসলাম বলেন,বাজারে এখনো পর্যন্ত তেমন নতুন আলু উঠতে শুরু করেনি। যেটুকু পাওয়া যাচ্ছে তার দামও আকাশ ছোঁয়া। এমন অবস্থায় আলু আমদানি বন্ধ হয়ে গেলে দাম নিয়ন্ত্রহীন হয়ে পড়বে। তাই সরকারের কাছে দাবি আরো ১৫ দিন আমদানির মেয়াদ বাড়ানো হোক।
[৭] হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সহ-সভাপতি শাহিনুর ইসলাম বলেন, যে পরিমাণ আলু আমদানির আইপি জমা দিয়েছে ব্যবসায়ীরা তা এখনো আমদানি সম্পন্ন করতে পারেনি। তাই দাবি আমদানির মেয়াদ আরো বাড়ানো হোক।
[৮] হিলি স্থলবন্দর দিয়ে ২ নভেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত ৩৭৫ টি ভারতীয় ট্রাকে ৩৫ হাজার ৯৮১ মেট্রিক টন আলু আমদানি হয়েছে।